কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

১ সপ্তাহে আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। স্থানীয় সময় গত বুধবার (৯ এপ্রিল) সৌদি আরবের সাথে যৌথভাবে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনকালে ফরাসি তিনি এ কথা বলেন।

ফ্রান্স ফাইভ টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে আলাপকালে ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে নিউইয়র্কে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে এ সম্মেলনের কো-চেয়ার হিসেবে থাকবে ফ্রান্স। সম্মেলনটি একটি সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হতে পারে।

 

ওই সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জুন মাসে সৌদি আরবের সাথে এই সম্মেলনের (ফিলিস্তিন বিষয়ে) আয়োজন করা, যেখানে আমরা বিভিন্ন পক্ষের পারস্পরিক স্বীকৃতির এই পদক্ষেপ চূড়ান্ত করতে পারি।’

 

ম্যাক্রোঁ বলেন, ‘স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা সেটা করতে চাই।’ গাজায় চলমান ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যে ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক আহ্বানের মধ্যে ফ্রান্সের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: বিমান বাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি দিচ্ছে ইসরাইল, কেন?

 

গত বছরের (২০২৪) ফেব্রুয়ারিতেই ম্যাক্রোঁ এমন ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ‘ফ্রান্সের জন্য নিষিদ্ধ নয়।’ বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ একটি নৈতিক ও রাজনৈতিকভাবে প্রয়োজন।

 

সেই সময় তিনি বলেছিলেন, ‘আমরা ফিলিস্তিনিদের কাছে ঋণী, যাদের আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে পদদলিত হয়েছে। আমরা ইসরাইলিদের কাছেও ঋণী যারা আমাদের শতাব্দীর সবচেয়ে বড় ইহুদি-বিরোধী গণহত্যার অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছে। আমরা এমন একটি অঞ্চলের কাছে ঋণী যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং প্রতিশোধের বীজ বপনকারীদের হাত থেকে বাঁচতে আগ্রহী।

 

এদিকে ম্যাক্রোর সবশেষ মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান বলেছেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে।

 

আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় ৪৫ ‘লক্ষ্যবস্তুতে’ ইসরাইলের বিমান হামলা 

 

তবে স্বাভাবিকভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যেকোনো ‘একতরফা স্বীকৃতি’ হামাসের হয়ে ভূমিকা রাখবে।

 

বিশ্বের বেশিরভাগ দেশই (১৪৬টি) এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয় আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস। 

]]>
সম্পূর্ণ পড়ুন