১৯৬৫ সালের ২৭ ডিসেম্বরের এদিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় আদরের সন্তান তিনি।
সংস্কৃতির আবহে বেড়ে উঠা সালমান ছোটবেলা থেকেই অভিনয়জগৎকে পছন্দ করতেন। সে ভালোবাসা থেকেই মাত্র ২৩ বছর বয়সে ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বলিউড জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেতা।
তবে নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেন সালমান। এ ছবি দিয়েই শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। বক্স অফিস কাঁপানো সে ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সলমান খান। তার মধ্যে ম্যায়নে প্যায়ার কিয়া, সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ-অর্জুন, প্যায়ার কিয়া তো ডরনা কেয়া, দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, বজরঙ্গি ভাইজান-এর মতো ছবিগুলি সুপারডুপার হিট। এসব ছবিই বলিউডে তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, জনপ্রিয় এ সুপারস্টারের জন্মদিন আজ হলেও খান পরিবারে বিশেষ এ দিনটি উদ্যাপন শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই। ২৬ ডিসেম্বর মধ্যরাতে আয়োজিত হয় জন্মদিনের অনুষ্ঠান।
আরও পড়ুন: ভিডিও ফাঁস, বরুণের সিনেমা দেখে রেগে আগুন সালমান ভক্তরা!
তবে অন্য জন্মদিনের মতো এবারের অনুষ্ঠান ছিল বেশ আলাদা। কড়া নিরাপত্তায় পারিবারিক আবহে জন্মদিনের কেক কাটেন সালমান। একই দিন বোন অর্পিতা ও তার স্বামী আয়ুষ শর্মার মেয়ে আয়াতের জন্মদিন হওয়ায় ভাগ্নিকে নিয়েই কেক কাটতে দেখা যায় সালমানকে।
আরও পড়ুন: একফ্রেমে বন্দি হচ্ছেন সালমান খান ও হৃতিক রোশন
প্রসঙ্গত, কড়া নিরাপত্তার কারণে জন্মদিনের এবারের অনুষ্ঠানে পরিবার ও কাছের মানুষ ছাড়া বাইরের কেউ উপস্থিত ছিলেন না। তবে সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা উপস্থিত ছিলেন এ আয়োজনে।
]]>