বার্সেলোনার বিপক্ষে ভালোই খেলছিলেন ভিনি। তবে ৭২তম মিনিটে তাকে উঠিয়ে রদ্রিগোকে নামান আলোনসো। ভিনিকে উঠিয়ে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান এই তারকা। তবে কোচের প্রতি এমন আচরণ করায় তার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন আলোনসো।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার (২৬ অক্টোবর) রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের দ্বিতীয় গোলে অবদান রাখেন ভিনিসিউস। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে তার উঁচু করে বাড়ানো বলে এদের মিলিতাওয়ের হেডের পর কাছ থেকে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জুড বেলিংহ্যাম।
তবে যখন তাকে উঠিয়ে নেন আলোনসো, রাগ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যেতে দেখা যায় ভিনিসিউসকে। পরে অবশ্য বেঞ্চে ফেরেন তিনি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতিতে জড়ান ব্রাজিলের এই তারকা।
আরও পড়ুন: ডি ইয়ংয়ের মতে, ইচ্ছা করেই ইয়ামালকে উস্কে দিয়েছিলেন কার্ভাহাল
বার্সেলোনাকে হারানোর পথে ভিনিসিউসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলোনসো। সঙ্গে এই ফুটবলারের আচরণ নিয়ে কথা বলবেন বলেও জানান রিয়াল কোচ।
আলোনসো বলেন, 'আমি ম্যাচের অনেকগুলো ইতিবাচক দিক ও ভিনির ভালো দিকের ওপর মনোযোগ দেব। অবশ্যই আমরা এটা (ভিনির প্রতিক্রিয়া) নিয়ে কথা বলব, তবে যা সত্যি গুরুত্বপূর্ণ সেটা থেকে আমি স্পটলাইট সরিয়ে নিতে চাই না। আমরা এটা নিয়ে কথা বলব… ভিনি অনেক অবদান রেখেছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাপ্য জয়...।'
এদিকে বার্সেলোনাকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। রিয়াল থেকে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·