ক্ষুধার যন্ত্রণায় সেন্টমার্টিনে বোবা প্রাণীগুলোর শুধুই হাহাকার

৪ সপ্তাহ আগে
কুকুর খাচ্ছে কুকুরের মাংস! ক্ষুধার যন্ত্রণা যে কত কঠিন এ দৃশ্যের চেয়ে বড় বাস্তবতা আর কি-ই বা হতে পারে? পর্যটক শূন্য সেন্টমার্টিনের পথে পথে এখন খাবারের জন্য বোবা প্রাণীগুলোর শুধুই হাহাকার।

গত কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলো সেন্টমার্টিনের কুকুরগুলোর এমন অসহায়ত্বের ভিডিও। খাবারের অভাবে প্রায় কঙ্কালসার। সোচ্চার হচ্ছিলেন প্রাণী প্রেমীরা। তবে বাস্তবে সেই বোবা প্রাণীদের পাশে দেব দূত হয়েই জেনো হাজির সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ, যার নেতৃত্বে দেশের পরিচিত এনিমেল লাভার আব্দুল কাইয়ুম। জানিয়েছেন সেখানকার বর্তমান পরিস্থিতিও।

 

সেন্টমার্টিনের অবুঝ এই প্রাণীদের নিয়ে ফেসবুকে সোচ্চার দেশের বিনোদন জগতের বাসিন্দারাও। সে তালিকায় রয়েছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, তমা মির্জাসহ অনেকেই। ফান্ড গঠন করে তোলা হচ্ছে টাকা। সেই টাকায় খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রায় আড়াই হাজার কুকুরের।

 

আরও পড়ুন: সরকারকে সেন্টমার্টিনের কুকুরদের দায়িত্ব নিতে বললেন নিলয়


শুধু খাবার নয়, সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদের ১১ জন স্বেচ্ছাসেবক দিনরাত খেটে যাচ্ছেন এই অবুঝ পশুদের জন্য। ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার। জানা যায়, সব মিলিয়ে প্রায় ৪ হাজার কুকুর রয়েছে দ্বীপটিতে। তাই ব্যক্তি উদ্যোগের পাশাপাশি, খাদ্য সংকটের এই দুর্যোগে সরকারকেও এগিয়ে আসার আহবান প্রাণী প্রেমীদের।

 

আরও পড়ুন: বিষ প্রয়োগে ১০টি কুকুর ও ১টি বিড়াল হত্যা, থানায় জিডি করলেন নওশাবা

]]>
সম্পূর্ণ পড়ুন