এদিকে, ক্লাব বিশ্বকাপের জন্য দুই সপ্তাহের চুক্তি বাড়ানো হয়েছে আরেক অভিজ্ঞ লুকাস ভাসকুয়েজের সঙ্গেও।
একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এক এক করে সব শিরোপা হারানোর পথে লস ব্ল্যাঙ্কোস। শিরোপার দৌড়ে লা লিগায় বার্সেলোনার থেকে বেশ পিছিয়ে। কাতালানদের কাছে সম্প্রতিই কোপা দেল রে শিরোপাও খুইয়েছে মাদ্রিদিস্তারা। কপাল পুড়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। দলের যাচ্ছে তাই অবস্থার মধ্যে কোচ কার্লো আনচেলত্তিও আছেন চাকরি হারানোর শঙ্কায়। এর মধ্যেই নতুন টার্গেট সেট করেছে রিয়াল মাদ্রিদ।
ইউরোপের সফলতম ক্লাবটির চোখ এবার ক্লাব বিশ্বকাপের শিরোপার দিকে। যেকোনো মূল্যে এই ট্রফিটা জিততে মুখিয়ে দলটা। সেজন্যে কতই না আয়োজন লস ব্ল্যাঙ্কোদের। গুঞ্জন আছে ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আনচেলত্তিকেই রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ। এরপর তার স্থলাভিষিক্ত করা হবে বায়ার লেভারকুসেনের কোচ ও সাবেক রিয়াল তারকা শাবি আলোনসোকে। তবে শুধু কোচ নিয়ে পরিকল্পনায়ই সীমাবদ্ধ নেই ক্লাবটি। দলবদলের এই সময়ে ফুটবলার দলে ভেড়াতে কিংবা পুরোনোদের সঙ্গে চুক্তি নিয়েও উদ্যোগী তারা।
আরও পড়ুন: আবারও আনচেলত্তিকে পাওয়ার চেষ্টায় ব্রাজিল
রিয়াল মাদ্রিদের বিগ মিশনের আগে দলের সবচেয়ে বড় তারকাদের একজনকে নিয়ে নতুন করে ভাবছে তারা। চলতি মৌসুমের শুরু থেকেই গুঞ্জন, এই মৌসুম শেষে আর রিয়ালে থাকছেন না লুকা মদ্রিচ। এবার নতুন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। আগামী ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ এই ক্রোয়েশিয়ান ফুটবলারের।
তবে, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। সেই মিশন সামনে রেখে আগামী ১৩ জুলাই পর্যন্ত স্বল্পমেয়াদী একটি চুক্তি করেছে লুকা মদ্রিচের সঙ্গে। দুই সপ্তাহের জন্য বাড়ানো এই চুক্তিতে বেতন বা চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন নেই বলেই খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। লা লিগার শেষ ম্যাচের দিন এবং ক্লাব বিশ্বকাপ শুরুর মধ্যবর্তী সময়ে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করার কথা রয়েছে লুকা মদ্রিচের। এরপরই শেষ হতে চলেছে রিয়ালের সঙ্গে তার ১৩ বছরের ক্যারিয়ার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে তিনি ক্লাবের হয়ে জিতেছেন ২৮টি শিরোপা।
আরও পড়ুন: সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে পাওয়া নিয়ে শঙ্কা
এদিকে, শুধু লুকা মদ্রিচের সঙ্গেই নয় আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার লুকাস ভাসকুয়েজের সঙ্গেও দুই সপ্তাহের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোস। ১৩ জুলাইয়ের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনিও। এরপর অন্য ক্লাবই হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।
]]>