ক্রেতাকে মারধর: হকার সিন্ডিকেটের ৪ জনকে পুলিশে দিলো ছাত্র-জনতা

৩ সপ্তাহ আগে
পণ্য কেনার সময় দরদাম করতে চাইলে রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকারদের মারধরের শিকার হন এক যুবক। পরে স্থানীয় ছাত্র-জনতা ওই হকার সিন্ডিকেটের কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ মার্চ) সকালে পন্য কেনার সময় দরদাম নিয়ে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। এ সময় কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

 

পরে শনিবার (২৯ মার্চ) দুপুরে ছাত্র-জনতা মিলে অভিযুক্তদের দোকানে যান। এ সময় হকার সিন্ডিকেটের কয়েকজনকে চিহ্নিত করে আটক করেন এবং গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন তারা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রমজান। তিনি সময় সংবাদকে বলেন, যুবককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আজ দুপুরে চার জনকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ন: বিয়ে বহির্ভূত বসবাস, পরকীয়া সন্দেহে হত্যায় কথিত স্বামী গ্রেফতার

 

]]>
সম্পূর্ণ পড়ুন