ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার পেলেন নারী ফুটবলাররা, পুরস্কৃত হয়েছে নারী হকি দলও

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে পুরস্কৃত করা হয়েছে অনূর্ধ্ব-১৮ যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতা নারী খেলোয়াড়দের।

দেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে যত সব সফলতা এসেছে তার প্রায় সবগুলোই নারীদের হাত ধরে। ফুটবলে এশিয়ান কাপ নিশ্চিত করেছেন আফঈদারা। প্রথমবারের মতো যুব হকিতে খেলতে গিয়েই ব্রোঞ্জ জিতেছে সারিকা সাফোয়ানরা। এবার সেই সফলতার পুরস্কার তারা পেলেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। 

 

আরও পড়ুন: রিয়ালে গৃহবিবাদ, ভিনিদের কাছে শাবিকে মনে হচ্ছে গার্দিওলা

 

মিয়ানমারে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখান থেকে প্রত্যেক ফুটবলার পেয়েছেন ১ লাখ ৬১ হাজার টাকা। আর নারী যুব হকি দল পেয়েছে সর্বমোট ২১ লাখ টাকা। 

 

এদিকে ক্রীড়া পরিষদের এই আর্থিক পুরস্কারে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা। সামনের দিনে তা আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মত তাদের। পাশাপাশি দেশের হয়ে দায়িত্ববোধ আরো বেড়ে গেলো বলেও মনে করেন তারা। 

 

আরও পড়ুন: টুর্নামেন্ট থেকে বিদায়ের পর রোনালদোর আবেগঘন বার্তা

 

এশিয়ান কাপ নিশ্চিত করার পুরস্কার নারী ফুটবলাররা পেলেও এখন পায়নি বাফুফে ঘোষিত সাফ চ্যাম্পিয়নশিপের দেড় কোটি টাকা। তা নিয়ে বরং হতাশা নেই আফঈদার। আর পিটারের ভাবনায় এশিয়ান কাপের আগে সামনের পাঁচ মাস। 

 

ক্রীড়াঙ্গনে নানা সফলতার জন্য এনএসসি খেলোয়াড়দের পুরস্কৃত করলেও নেই তার সুনির্দিষ্ট নীতিমালা। কোচ থেকে শুরু করে খেলোয়াড় ও টিম অফিসিয়ালরা পায় সমান হিস্যা। সামনের দিনে এই বিষয়গুলো মেনে চলার আশ্বাস দিয়েছে ক্রীড়া পরিষদ।

]]>
সম্পূর্ণ পড়ুন