ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, কিছু ক্রিকেটারদের আপত্তি থাকায় ইরফানকে এবার ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে। ক্রিকেটারদের দাবি, ব্যক্তিগত রোষাণল থেকে ক্রিকেটারদের সমালোচনা করেন ইরফান। সাবেক তারকাদের ওপর ক্রিকেটারদের এতটাই ক্ষোভ এক তারকা পাঠানের ফোন নম্বর ব্লকও করে রেখেছেন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম 'মাইখেল' জানিয়েছে, সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যক্তিগত ভাবনা থেকে এক ক্রিকেটারকে বেশ নিয়ে সমালোচনা করেছেন ইরফান। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ওই ক্রিকেটার। তাৎক্ষণিকভাবে ওই ক্রিকেটারের ফোন নম্বর ব্লক করার পাশাপাশি বিসিসিআইয়ের কাছে অভিযোগও করেছেন সেই ক্রিকেটার। অবশ্য এই বিষয়ে ইরফানের কোনো মন্তব্য জানা যায়নি।
সূত্র আরও জানিয়েছে, আইপিএল এবং আন্তর্জাতিক কিছু ম্যাচে ক্রিকেটারদের সঙ্গে পাঠানের ব্যবহার ঠিক ছিল না বলে মনে করছে বিসিসিআই। সূত্র জানায়, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত টেইলরের
হুট করেই ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়াদের তালিকায় ইরফান একা নন। এর আগে ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলেও ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন কিছু ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে। ২০২০ সালে মাঞ্জরেকার বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে। আর ২০১৬ আইপিএল শুরুর কিছুদিন আগে কোনো রকম ব্যাখ্যা দেওয়া ছাড়াই হার্শাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল।
]]>