বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে দুপুরে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। খেলা চলাকালীন নজরুল ব্যাপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা দুজনকে শান্ত করে মিটমাট করে দেয়।
বিকেলে ওই ঘটনার জের ধরে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পথচারী নিহত
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।’