মুখোমুখি দেখায় ভাস্কো ডা গামার কৌতিনহো জোড়া গোল করে সব আলো কেড়ে নিয়েছেন। সান্তোসের হয়ে নেইমার ছিলেন গোলশূন্য। নেইমার গোল করবেন কী, তার সতীর্থদের মধ্যেও কেউ জালের দেখা পাননি। তাতে ভাস্কো ডা গামার কাছে সান্তোস হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
বিশাল জয় পেলেও ভাস্কো ডা গামা আছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। ১৮ ম্যাচে মাত্র ১৯ পয়েন্ট তাদের, নেইমারের দলের অবস্থাও ভালো নয়। ২১ পয়েন্ট নিয়ে ভাস্কো ডা গামার ঠিক উপরেই রয়েছে তারা।
আরও পড়ুন: জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির
এস্তাদিও মোরুম্বিতে ১৮ মিনিটেই গোলের খাতা খুলে ভাস্কো। নুনো মোরেইরার তুলে মারা বলে হেড করে গোল করেন লুকাস পিটন। প্রথমার্ধে সেটাই ছিল একমাত্র গোল। ৬ গোলের ম্যাচের দ্বিতীয় গোল দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হয় আরও ৩৪ মিনিট। ৫২ মিনিটে ব্যবধান ২-০ করেন ডেভিড কোরেয়া।
বাকি ৪ গোল করতে ভাস্কো ডা গামায় সময় নেয় ১৬ মিনিট। ৫৪ মিনিটে প্রথম গোল করেন কৌতিনহো। গোলরক্ষক সামনে এগিয়ে আসলে মোরেইরার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তিনি। কৌতিনহো জোড়া গোল পূর্ণ করেন ৬২ মিনিটে। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নেওয়া চিপ শটে জালের দেখা পান তিনি। তার আগে পেনাল্টি থেকে আরেকটি গোল করেন রায়ান। ৬৮ মিনিটে ৬ গোল পূর্ণ করে বড় জয় তুলে নেয় তারা।