কোহলির ওয়ানডে বাদ দিয়ে টেস্ট খেলা উচিত ছিল

২ সপ্তাহ আগে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সাবেক উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী মনে করেন, বিরাট কোহলির উচিত ছিল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে বরং টেস্ট খেলা চালিয়ে যাওয়া। তার মতে, বর্তমান ভারতীয় দল কোহলির নেতৃত্বে যে উদ্যম ও আত্মবিশ্বাস পেত, সেটাই এখন সবচেয়ে বেশি অনুপস্থিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটিতে চলমান টেস্টে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পরই তিনি এই মন্তব্য করেন।

গত বছর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার সঙ্গেও একই ফলাফলের শঙ্কায় ভারত। গুয়াহাটিতে নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অবর্তমানে ঋষভ পন্তের নেতৃত্বে খেলতে নেমে হারের ক্ষণ গুণছে মেন ইন ব্লুরা।


এক্সে দেওয়া পোস্টে কোহলির এক সময়ের সতীর্থ গোস্বামী লিখেছেন, 'আদর্শগতভাবে, বিরাটের উচিত ছিল ওয়ানডে ছেড়ে দিয়ে টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া। টেস্ট ক্রিকেট তাকে ভীষণভাবে মিস করছে। শুধু খেলোয়াড় হিসেবে নয়—তিনি যে এনার্জি, ভালোবাসা আর আবেগ নিয়ে খেলতেন এবং দলকে যেভাবে বিশ্বাস করাতেন যে তারা যেকোনো কন্ডিশনে জিততে পারে—সেটাই এখন অনুপস্থিত।'


আরও পড়ুন: ভারতকে হোয়াইটওয়াশ করতে দ. আফ্রিকার প্রয়োজন ৮ উইকেট


গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিন বিকেলে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ২৭ রান করেছে। আগামীকাল পঞ্চম দিনে জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে  ভারতকে আরও ৫২২ রান করতে হবে। ড্র করে ম্যাচ বাঁচাতেই টিকে থাকতে হবে ৯০ ওভার।


দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ১৮০ বলে ৯ চার ও ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৯৪ রান করেন ত্রিস্তান স্ট্যাবস। এছাড়া ৪৯ রান করেন ডি জর্জি। উইয়ান মুল্ডার ও রায়ান রিকেলটন ৩৫ ও এইডেন মার্করাম ২৯ রান করেছেন।


 

Ideally Virat should have left playing ODIs & continued playing test cricket untill he had nothing to give. Test cricket misses him. Not just as a player but just the energy he brought, the love & passion playing for 🇮🇳 where he made the team believe that they can win in any…

— Shreevats goswami (@shreevats1) November 24, 2025


কলকাতায় প্রথম টেস্ট ৩০ রানে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন