কোমড়ে পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, নারী মাদক ব্যবসায়ী আটক

৩ দিন আগে
কোমড়ে পেচিয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় হিরা মনি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়।

 

আটক হিরা মনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকড় গ্রামের ইসমাইল মুন্সির স্ত্রী।

 

আরও পড়ুন: জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জোনাকি, এবার দুই হাজার ইয়াবাসহ ধরা

 

ভৈরব সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে সন্দেহ হলে নারী সদস্য দিয়ে বোরখা পরিহিত হিরা মনির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কোমরে বিশেষ কায়দায় প্যাঁচানো অবস্থায় চার কেজি গাঁজা পাওয়া যায়।

 

পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জ থেকে ভৈরবগামী একটি লেগুনার যাত্রী হীরা মনিকে আটক করা হয়। পরে নারী সিপাহি দিয়ে তার দেহ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। হিরা মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন