কোম্পানীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ

৩ দিন আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে গরীব, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং ৮ শিক্ষার্থীকে 'বেস্ট স্টুডেন্ট' ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে এ পুরস্কার ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কৃষিবিদ মফিজুল হক।


এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক কাউছার আলম বায়তুল এবং সিনিয়র শিক্ষক ইমাম হোসেন।


আরও পড়ুন: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল রাসিক


অনুষ্ঠানে মোট ৩০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন