মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পাথরবাহী গাড়িসহ একজনকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আটক ব্যক্তির নাম আমান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের জৈন উদ্দীনের ছেলে।
অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির এবং পুলিশের একটি বিশেষ টিম।
আরও পড়ুন: শাহ আরেফিন মাজারের পাথর লুটের মূলহোতা বশর গ্রেফতার
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাথর উত্তোলন বন্ধে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। যারা এই কর্মকাণ্ডে জড়িত থাকবে, কাউকেই ছাড় দেয়া হবে না।’
উল্লেখ্য, শাহ আরফিন টিল্লা দীর্ঘদিন ধরেই অবৈধ পাথর উত্তোলনের জন্য আলোচনায় রয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও সেখানে সময় সময় পুনরায় পাথর উত্তোলনের ঘটনা ঘটে।
]]>
৩ দিন আগে
৪








Bengali (BD) ·
English (US) ·