কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোয় লিগ্যাল নোটিশ

২ দিন আগে
রাজশাহীর বাগমারা গোপালপুর আলিম মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করায় শিক্ষা সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছে।

বুধবার (১৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিগাল নোটিশ পাঠিয়েছেন। 


নোটিশে শিশুদের ব্যবহার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


স্থানীয়রা জানান, গত ২৪ এপ্রিল গোপালপুর আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাধ্য করে একটি মানববন্ধনে অংশগ্রহণ করায়। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচির অর্থ না বুঝেই সেখানে অংশ নেয়।

আরও পড়ুন: বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে বাধা

এলাকাবাসীর ভাষ্য, ওই মাদ্রাসার পাশের জমিতে এক স্থানীয় বাসিন্দা পাঠাগার নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু প্রধান শিক্ষকের নির্দেশে স্থানীয়রা সেই নির্মাণ ভেঙে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় অভিযোগ করেন এবং ২১ এপ্রিল রাজশাহীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


আইনজীবী অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৮ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের সভা, সমাবেশ কিংবা মানববন্ধনে ব্যবহার করতে পারবে না। এছাড়া, শিক্ষার্থীদের রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

]]>
সম্পূর্ণ পড়ুন