রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলনের আলোচনা সভা ও ইফতারে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণের ওপর নির্বিচারে যে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই কেবল মাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারিত হবে। বিচারের কাঠগড়ায় না দাঁড়িয়ে জনগণ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা দেখতে চায় না।’
সাকি বলেন, ‘আওয়ামী লীগের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে নানা ধরনের উস্কানি তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন: মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি
এ সময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে আগামী সংসদ নির্বাচন, সংবিধান সংস্কার ও পরিষদের নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাকি।
আলোচনা সভা ও ইফতারে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা।