কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া: সারজিস

২ সপ্তাহ আগে
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ভুল তথ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যতটা নিরাপদে রয়েছে, ভারতের মুসলমানরা ততটা নিরাপত্তা পায় না। বাংলাদেশের এই সম্প্রীতি নষ্টের চেষ্টায় একটি দুর্ঘটনাকে শুধু ফুটেজ খাওয়ানোর জন্য ভিন্নভাবে উপস্থাপন করছে।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে এ কথা বলেন তিনি।


সারজিস আলম বলেন, ‘ভারতের নিউজ চ্যানেলে মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক রয়েছে, যাদের চেহারা দেখলে মাথায় বিনোদন আসে, ট্রল আসে। তারা এখন শুধু পঞ্চগড় কেন্দ্রীক নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মনে করি যে, বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তার ১০ ভাগের একভাগ ভারতে নেই। এ বাংলাদেশে হিন্দু ভাইয়েরা যতটা নিরাপদ, আমরা যতটা ভাই-বন্ধুর মতো থাকি। ওই ভারতে মুসলমানরা ততটা নিরাপত্তা পায় না। মোদী উগ্র সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী। সে গুজরাটে মুসলমানদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে।’

আরও পড়ুন: সাংবাদিকদের কেউ হুমকি দিলে আমাদের জানাবেন, আমরা লড়ব: সারজিস


সারজিস বলেন, ‘আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট কথা বলি, বাংলাদেশে আমরা সবাই ভাই। আমাদের ভেতরে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আছে। আমার ও আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেই বসবাস করে আসছি। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে ভুল তথ্য ছড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে এরা মিডিয়া না, এগুলো মিডিয়া নামক দালাল। এবং এগুলো হচ্ছে পেইড এজেন্ট। তারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো বিভিন্ন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে টাকা খেয়ে সাংবাদিকতা করছে। আমরা মনে করি তাতে আমাদের বিন্দুমাত্র বিভ্রান্ত করে না। তবে ভারতের যারা সাংবাদিকতা করে, তাদের নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এরকম ভণ্ডদের প্রতিহত করা উচিত। কারণ তারা তাদের দেশের মিডিয়ার স্ট্যান্ডার্ড। এ ফালতু কাজগুলোর মাধ্যমে নিজেদের স্ট্যান্ডার্ড কমিয়ে আনছে।’

আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা না: সারজিস আলম


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আরও বলেন, ‘আমরা মনে করি, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা। এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সে জায়গায় যারা অপপ্রচার করার চেষ্টা করছে। তাদের বলতে চাই, আমরা যেহেতু একত্রিত হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। তাই আপনাদের দুই একটা অপপ্রচার আমাদের কিছু যায় আসে না। তবে ইন্টারন্যাশনাল যারা মিডিয়া তারা যেন তাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। তারা যেন সঠিক তথ্যটি নিয়ে সেটি উপস্থাপন করে। যদি সেটি না করে, আমরা মনে করব, তারাও কারো না করো এজেন্ট হিসেবে কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন