কোচিং সেন্টারে হঠাৎ ৯ ছাত্রী অসুস্থ

৪ সপ্তাহ আগে
পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে হঠাৎ ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএম এস টিসিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো: শারমিন (১৪) সমৃদ্ধা (১৩) ফাতিমা (১৪) ফারজানা (১৪) জেরিন (১৪) রুবা (১৪) ফাতিমা (১৩) হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)।


ওই কোচিংয়ের শিক্ষক রিপন জানান, প্রথমে এক শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। এরপরই ওই শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। ওই শিক্ষার্থীর সমস্যা দেখে আরও তিন শিক্ষার্থী একইভাবে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও পাঁচজনসহ মোট ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সবাই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতেছে।


আরও পড়ুন: বন্যায় ত্রাণ দিতে গিয়ে অসুস্থ শিক্ষার্থীরা, হাসপাতালে হুলস্থূল!


কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. বিকাশ জানান, ওই শিক্ষার্থীরা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার দেখাদেখি অন্য শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের একটু জটিলতা দেখা দেয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিরা কিছুটা সুস্থ হয়েছে, তাদের এখানেই রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন