রোহিতদের দায়িত্ব নেয়ার পর সাদা পোষাকে ভয়াবহ খারাপ রেকর্ড গম্ভীরের। একমাত্র বাংলাদেশ সিরিজ বাদে জিততে পারেনি কারো বিপক্ষে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হয়েছে হোয়াইটওয়াশ। এরইমধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনাও শেষ। শুধু তাই নয়, ভারত সুযোগ হারাতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও। লর্ডসের টিকিট পেতে হলে জটিল সব সমীকরণ মেলাতে হবে টিম ইন্ডিয়াকে। সব মিলিয়ে মারাত্মক চাপে কোচ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘গৌতম গম্ভীর বিসিসিআইর প্রথম পছন্দ ছিলেন না। পছন্দের শীর্ষে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। তবে তিনিসহ আরও কয়েকজন নামকরা বিদেশি কোচ তিন ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি হননি। আর তাই ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের বিষয়টি সমঝোতা করে। অবশ্যই সেখানে আরও কিছু বাধ্যবাধকতা ছিল।’
আরও পড়ুন: কোহলি-কনস্টাসের মধ্যে কোনও শত্রুতা নেই: অ্যালেক্স ক্যারি
গম্ভীর যুগে ভারতের টি-টোয়েন্টিতে পরিসংখ্যান সমৃদ্ধ হলেও প্রতিপক্ষের বিষয়টি মনে রাখা বাঞ্ছনীয়। দায়িত্ব নেয়ার পর তার অধীনে ১৩ ম্যাচে ১১ জয় ভারতের। কিন্তু সিংহভাগ ম্যাচই ওরা জিতেছে জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে। বিপরীতে ওয়ানডেতে একটা ম্যাচও জেতেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ টাই করে কোনোভাবে এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। আর তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের সাবেক অধিনায়কের জন্য এসিড টেস্টের মতোই। তার আগে মেলবোর্ন টেস্টটাও নয় কি?
ওই কর্তা আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটা টেস্ট ম্যাচ আছে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের পারফরম্যান্স যদি ভালো না হয় তাহলে হয়তো চাকরি হারাবেন গৌতম গম্ভীর!’