সময়ের বিশেষ সাক্ষাৎকারে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কাছে জানতে চাওয়া হয় ব্যক্তি সালমান শাহর কথা। এমন প্রশ্নে পরিচালক বলেন,
ব্যক্তিজীবনে সালমান একজন ভালো ছেলে ছিল। শুটিংয়ে সাংঘাতিক মনোযোগী ছিল। কোনোদিন শুটিং নিয়ে ঝামেলা করেনি। অন্তত আমার সিনেমায় আমি তা পাইনি।
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেন,
আমার পরিচালিত ‘কন্যা দান’ সিনেমাতে ও অভিনয় করেছিল। ওই সিনেমায় ভালো অভিনয় করেছে সালমান। দর্শকপ্রিয়তায় সে সিনেমা দারুণ ব্যবসা সফল হয়েছিল।
সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে এ পরিচালক বলেন,
যখন সালমান শাহর মৃত্যুর খবর পাই তখন আমি কক্সবাজারে শুটিংয়ে ছিলাম। আমি বলতে পারবো না ও আত্মহত্যা করেছে নাকি ওকে কেউ খুন করেছে। কারণ তদন্তেও সেটি জানা যায়নি। তবে শোনা কথা অনেকে বলে, সালমান মানসিক বিষাদে ছিল। কিন্তু আমি ওকে কখনো সেভাবে দেখিনি। মানুষ হিসেবে সব সময়ই ওকে সুস্থ, স্বাভাবিক, হাস্যোজ্বল দেখেছি।
আরও পড়ুন: নীলা চৌধুরীর দাবি /মর্গে নেয়ার পরও বেঁচে ছিলেন সালমান শাহ!
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
আরও পড়ুন: মৃত্যুর আগে সালমান শাহর ব্যবহৃত মোবাইলটি আজও পাওয়া যায়নি কেন?
দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।
]]>

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·