কেন্দুয়ায় টেঁটা-বল্লম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

৪ দিন আগে
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুই গ্রামবাসী। এতে অন্তত অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের ধারাবাহিকতায় ৬টি ঘরে অগ্নিসংযোগ ও গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদের দিন পূর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের বাসিন্দা এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ। এ ঘটনায় পরদিন মীমাংসা বৈঠকে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত পারভেজকে মারধর করা হয়।

 

এর জেরে বুধবার এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছবিলা গ্রামে হামলার কথা জানানো হয়। এতে দুই গ্রামের মানুষ রামদা, টেঁটা, বল্লম-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বলাইশিমুল গ্রামের বাসিন্দারা ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এক বাড়ির ৫টি গরুও লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।

 

ঈদের দিনের হাতাহাতিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় কেন্দুয়ার দুই গ্রামবাসী। ছবি ভিডিও থেকে নেয়া

 

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষ ও আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইট-পাটকেলে কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

 

আরও পড়ুন: স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ‘গলা কেটে হত্যাচেষ্টা’

 

অন্যদিকে খালিয়াজুরী উপজেলার পাচহাট গ্রামের গ্রামীণ সড়কের মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সোনা মিয়া ও শরীফ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মাটি কাটাকে কেন্দ্র করে খালিয়াজুরী উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছবি ভিডিও থেকে নেয়া

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের নামানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

 

]]>
সম্পূর্ণ পড়ুন