বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দুর্গম এলাকা হওয়ায় তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা ১১ জনের একটি টিম চাঁদের গাড়িতে করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১১ জন পর্যটক আহত হয়। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·