কে কীভাবে অবসর নেবে, তার ব্যক্তিগত বিষয়

৩ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার সোনালী যুগের শেষ তারকা বলা যায় তাকে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে ওপরের দিকেও থাকবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম। গলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই ক্রিকেটের এই এলিট সংস্করণকে বিদায় জানাবেন তিনি। সাবেক অধিনায়ককে বিদায় জানাতে প্রস্তুত গল। সিরিজের সব আলো কেড়ে নিয়েছেন ম্যাথিউস। সিরিজের প্রথম টেস্টের আগে সবকিছুতেই বিদায়ের আবহ।

গত মাসেই আগাম ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়েই ইতি। ২০০৯ সালে এই স্টেডিয়ামেই যাত্রা শুরু করেছিলেন এই লঙ্কান কিংবদন্তি। মাঝের সময়টায় সাদা জার্সিতে ব্যাট হাতে উপহার দিয়েছেন স্মরণীয় অনেক ইনিংসই। ম্যাথিউসের বিদায়ী টেস্টে তাই সমর্থকরা 'লাস্ট ড্যান্স দেখার অপেক্ষায়।


দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ১১৮ টেস্ট খেলে ৪৪.৬২ গড়ে করেছেন ৮১৬৭ রান। ১৬টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪৫টি অর্ধশতক। বল হাতেও শিকার করেছেন ৩৩টি উইকেট। টেস্ট ক্রিকেটে লঙ্কানদের মধ্যে ম্যাথিউসের চেয়ে বেশি রান করেছেন শুধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। এমন কিংবদন্তি খেলোয়াড়ের বিদায় স্বাভাবিকভাবে এই টেস্টের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও তাই বারবার উঠে এলো সেই প্রসঙ্গ।

 

আরও পড়ুন: নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়


ম্যাথিউসের বিদায়ে শুভকামনা জানিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত, ‘ম্যাথিউসের সঙ্গে প্রতিপক্ষ দলে তো অনেকবারই খেলার সুযোগ হয়েছে। অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই। তাঁর জন্য শুভ কামনা থাকবে ভালোভাবে যেন অবসরটা নিতে পারে।’


ম্যাথিউসের অবসরের প্রসঙ্গ থেকে প্রশ্ন ছুটেছে বাংলাদেশের কিংবদন্তিদের বিদায়ের ধরন নিয়েও। দেশের ক্রিকেটের মহারথী তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজারা মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ পাননি। আর দেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশের মাটিতে পা রাখতেও পারেননি। আরেক কিংবদন্তি মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ফেসবুকে পোস্ট করে।


আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের টেস্ট জয়ের আশা দেখছেন না নান্নু


শান্ত মনে করেন, কে কীভাবে অবসর নেবেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বলেন, ‘আমাদের ক্ষেত্রে অবসরের কথা যেটা বললেন এটা পুরোটাই ব্যক্তিগত একটা ব্যাপার। কে কিভাবে কখন পরিকল্পনা করছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ইচ্ছে থাকে মাঠ থেকে নেয়ার, অনেকের সেরকম ইচ্ছে নাও থাকতে পারে। যার যার ব্যক্তিগত ব্যাপার, যদি সুযোগ আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবে নিতে পারে এটাই আশা থাকবে।’


আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে।  

]]>
সম্পূর্ণ পড়ুন