ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘কৃশ ফোর’ নিয়ে প্রধান চরিত্রে অভিনয় করার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন হৃতিক।
এ প্রসঙ্গে শুক্রবার (২৮ মার্চ) নিজের ইনস্টাগ্রামে রাকেশ রোশন ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি।
নির্মাতার এ পোস্টে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীদের একাংশ। অনেকেই মনে করছেন, পরিচালকের আসনে বসে অভিনেতা নতুন চমক দিতে পারেন।
আরও পড়ুন: মাসুদ রানা থেকে যেভাবে মেগাস্টার হলেন শাকিব খান
‘কৃশ ফোর’ সিনেমা পরিচালনার মাধ্যমে ২৫ বছরের ক্যারিয়ারে প্রথম হৃতিক কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। তাই খবর ছড়িয়ে পড়ার পরপরই নতুন সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে।
প্রথম অভিনীত সিনেমার মতো প্রথম পরিচালিত সিনেমাতেও বাজিমাত করবে মন্তব্যের ঘরে এমনই প্রত্যাশা করছেন ভক্তরা।
আরও পড়ুন: প্রায় ৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!
সিনেমাবোদ্ধারা বলছেন, পরিচালক এবং অভিনেতার দৃষ্টিভঙ্গি মিলে গেলে ভালো সিনেমা নির্মাণের সম্ভাবনা বেড়ে যায়। তাই আসন্ন সিনেমাটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলিউড সিনেমা সংশ্লিষ্টদেরও।
প্রসঙ্গত, ‘কৃশ ফোর’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন নির্মাতা রাকেশ রোশন ও যশরাজ ফিল্মস।
]]>