কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে চবিতে সাত শিক্ষার্থীর আমরণ অনশন

২ সপ্তাহ আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চবি শাখার সাতজন প্রতিনিধি।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে তারা এই অনশন কর্মসূচি শুরু করেন।

 

অনশনরত শিক্ষার্থীরা হলেন—নওশিন তাবাসসুম যূথী (ইংরেজি বিভাগ, ২০২২-২৩), তানভীন কায়েস (আইইআর বিভাগ, ২০২১-২২), আশরাফ চৌধুরী (লোকপ্রশাসন বিভাগ, ২০২১-২২), মো. ইসমাইল (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ২০১৯-২০), মো. ফুয়াদ (আরবি বিভাগ, ২০২২-২৩), উৎস মাহমুদ (ইতিহাস বিভাগ, ২০২১-২২) ও তানভীর অন্তু (আরবি বিভাগ, ২০২১-২২)।

 

তারা জানান, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, একতরফা মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে তারা এই আমরণ অনশন শুরু করেছেন।

 

অনশনরত শিক্ষার্থী আশরাফ চৌধুরী বলেন, ‘আমরা চবির ছয়জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে বসেছি। দেশের অন্যান্য স্থানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকেও প্রতীকী অনশন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

 

আরও পড়ুন: কুয়েটের ৩৭ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

 

মো. ইসমাইল বলেন, ‘কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা অনশনে বসেছি। সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে অনশন অব্যাহত থাকবে।’

 

আরেক অনশনকারী মো. মেহেদী হাসান বলেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পরও শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে চরম অন্যায় করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

 

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু করেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন