কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

৪ সপ্তাহ আগে
কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় রেল সড়কের কেন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।


সূত্র জানায়, মাসুদ তার বন্ধুসহ কুড়িগ্রাম রেলস্টেশন থেকে রাজারহাট ফেরার পথে ওই স্থানে আকস্মিকভাবে ট্রেনের ছাদ থেকে লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘বিষয়টি জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন