কুড়িগ্রামে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

৩ সপ্তাহ আগে
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ভুয়া সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় নুর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক নুর আলম চিলমারী উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের ছেলে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১২০ টাকা নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

আরও পড়ুন: চাকরির দেয়ার নামে ২৮ লাখ টাকার প্রতারণা, অভিযুক্ত আটক

 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাকে চিলমারী থানায় সোপর্দ করা হয়েছে।’

 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক নুর আলম সাংবাদিক পরিচয়ে ‘ঢাকা পোস্ট’ নামের একটি অনলাইন পত্রিকার লোগো ও ‘প্রেস’ লেখা স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচার করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

 

পরে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানান সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন