কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ৯৭জন স্বাস্থ্য সহকারীসহ ১১৫টি পদে নিয়োগের জন্য গেল শুক্রবার (২৪ অক্টোবর) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্নফাঁস ও লাখ টাকার লেনদেন হয়—এমন অভিযোগ উঠে। এতে সিভিল সার্জনসহ কয়েকজন জড়িত থাকার অভিযোগে কার্যলয়ে তালাও ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে নিয়োগের কার্যক্রম অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুইদিন অভিযান চালিয়ে ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে প্রশ্নে ফাঁসে প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, এঘটনায় সংশ্লিষ্টদের দায় খুঁজে বের করতে অনুসন্ধানে নামছে দুদক।
এদিকে, গাবতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ না করেই ভুয়া বিল দেখিয়ে ১ কোটি ২২লাখ টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়াসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এদিন দুদকের আবেদনে এস আলম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারে একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·