রোববার (২৩ নভেম্বর) সুবহান সেনানিবাসে বিএমসি সদর দফতর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চীফ অব স্টাফ (অ্যাডমিন অ্যান্ড ম্যানপাওয়ার) মেজর জেনারেল ফেরাস আদেল আস-শাহীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকবৃন্দ এবং কুয়েতপ্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাগত বক্তব্যে বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) কুয়েতের গৌরবোজ্জ্বল ইতিহাস, সেখানে কর্মরত বাংলাদেশি সেনাসদস্যদের নিষ্ঠা ও অবদান এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরেন।
আরও পড়ুন: ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
এরপর বক্তব্যে মেজর জেনারেল ফেরাস আদেল আস-শাহীন ১৯৯১ সাল থেকে কুয়েত সশস্ত্র বাহিনীতে বাংলাদেশি সদস্যদের অবদান, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। তিনি ভবিষ্যতেও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশ-কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরে বক্তব্য দেন।
আরও পড়ুন: ‘বানৌজা বিশখালি’ যুদ্ধজাহাজ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস এবং কুয়েতে বিএমসির বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড নিয়ে নির্মিত তথ্যচিত্র। পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ১৯৯১ সাল থেকে বিএমসির কার্যক্রমের ক্রমযাত্রা তুলে ধরা বিশেষ চিত্র প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করে।
দিবসটিকে স্মরণীয় করে রাখতে ‘বিএমসি ম্যাগাজিন ২০২৫’-এর মোড়ক উন্মোচন করা হয়। দেশপ্রেম, ঐক্য ও শৃঙ্খলার প্রতিফলন ঘটিয়ে দিনব্যাপী এই উদযাপন ছিল বর্ণাঢ্য, স্মরণীয় এবং প্রাণবন্ত।

৩ দিন আগে
৫






Bengali (BD) ·
English (US) ·