শনিবার (২৬ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় ভারতীয় তৈরি ১ লাখ ২০ হাজার ৪০০ পিস আতশবাজি এবং ৪২ ড্রাম চিংড়ির রেণু (পোনা মাছ)। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও ঘটনাস্থল থেকে জব্দ করে বিজিবি।
আরও পড়ুন: ফেনী সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বিজিবি আরও জানায়, জব্দকৃত এ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সব সময় সজাগ রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।