পলাতক আসামি মো. ওমর ফারুক মুন্না (২৩) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার আড়াইওড়া গ্রামের মৃত রুক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার র্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. মাহমুদুল হাসান।
র্যাব জানায়, সোমবার মধ্যরাতে র্যাব পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মুন্না নামে এক ব্যক্তির ঘর তল্লাশি করলে ওই আগ্নেয়াস্ত্রগুলো বের হয়ে আসে।
আরও পড়ুন: ফেনীতে ছাত্রদল নেতার খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার
কুমিল্লার র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. মাহমুদুল হাসান বলেন, ‘পলাতক আসামি মুন্না দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে চুরি, ছিনতাইয়ের মতো সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন।
উক্ত বিষয়ে পলাতক আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লে. কমান্ডার মো. মাহমুদুল হাসান।