কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

১ সপ্তাহে আগে
কুমিল্লার বরুড়া পৌরসভায় পানিতে ডুবে নিধি পোদ্দার (৯) ও বন্নি পোদ্দার (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই পরিবারের সদস্য এবং তারা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং জানান, স্কুল থেকে বিরতির সময় তারা বাড়িতে খাওয়াদাওয়া ও গোসলের জন্য আসে। প্রতিদিন তারা মোটরের পানি দিয়ে গোসল করলেও বৃহস্পতিবার বিদ্যুৎ না থাকায় পুকুরে নামে। দীর্ঘক্ষণ ফিরে না আসায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: মাদক বিক্রির অভিযোগে পিটিয়ে মারা হয় মা ও দুই ছেলে-মেয়েকে

 

ইউএনও নু এমং মারমা মং বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুই পরিবারের সৎকার খরচ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।’ 

 

তিনি আরও বলেন, ‘সব অভিভাবকদের প্রতি অনুরোধ, শিশুদের প্রতি সর্বোচ্চ নজর রাখুন, যেন এমন ঘটনা আর না ঘটে।’

]]>
সম্পূর্ণ পড়ুন