কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ২ যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে অমিত ও সাজ্জাদ নামে ‍দুই যুবককে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়নামতির টিপরাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প।


গ্রেফতাররা হলেন: কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।


আরও পড়ুন: আন্দোলনে গুলি: রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেফতার


জানা যায়, গ্রেফতার সাইদুল বাশার অমিক ২০২৪ সালের গত ৪ আগস্ট কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এবং টিপরাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন। তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। আসামিদের গ্রেফতারের পর কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন