কুমিল্লা মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক

২ দিন আগে
কুমিল্লা পলিটেকনিক ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী পলিটেকনিক্যাল প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় প্রত্যাহার এবং ছয় দফা দাবিতে মহাসড়কের কোটবাড়ী এলাকায় অবরোধ সৃষ্টি করে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে কোটবাড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে।


বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে অবরোধটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ী বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত থাকলেও পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ২ ঘণ্টাব্যাপী এ অবরোধ কার্যক্রমে মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। 


জেলা প্রশাসন, পুলিশ এবং টেকনিক্যাল বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ সত্ত্বেও অবরোধ কর্মসূচি চলমান থাকে এবং তা ক্রমান্বয়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ সব প্রচেষ্টা ব্যর্থ হলে অধিক মাত্রায় ক্ষয়ক্ষতি রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবরোধ ছত্রভঙ্গের সিদ্ধান্ত নেয়া হয়। 

আরও পড়ুন: বগুড়ায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর টহল দল আকাশে ফাঁকা গুলির মাধ্যমে উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে কোনো ছাত্রছাত্রী হতাহতের ঘটনা ঘটে নাই। যার পরিপ্রেক্ষিতে, দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


অভিযান চলাকালীন অবরোধে নেতৃত্ব দেয়ার জন্য সাইমুন ইসলাম নোমান (কুমিল্লা পলিটেকনিক, ৭ম সেমিস্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং, নাঙ্গোলকোট) নামে এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন