ট্রাম্প বলেছেন, যদি বামপন্থি প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন, তাহলে তিনি শহরটিতে ফেডারেল বরাদ্দ দেবেন না।
তিনি বলেন, ‘যদি নিউইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে ওখানে অর্থ পাঠানো মানে সেই অর্থের অপচয় করা। তাই প্রেসিডেন্ট হিসেবে নিউইয়র্কে অনেক অর্থ দেয়া আমার জন্য কঠিন হবে।’
আরও পড়ুন:নিউইয়র্কে মেয়র নির্বাচন / একমাত্র মুসলিম প্রার্থী মামদানির বিশাল শোডাউন
ট্রাম্প প্রশাসন এর আগেও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য বা শহরগুলোর উন্নয়ন প্রকল্পে ফেডারেল অনুদান কমানোর উদ্যোগ নিয়েছিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপে দেখা গেছে, জোহরান মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে এগিয়ে আছেন।
ডেমোক্র্যাটিক পার্টির দীর্ঘদিনের একজন গুরুত্বপূর্ণ নেতা কুওমো, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবারের নিউ ইয়র্ক সিটি নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ এটি ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির পরিচয় তৈরিতে সাহায্য করতে পারে। ৩৪ বছর বয়সী মামদানী, একজন স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যিনি জরিপে কুওমোর চেয়ে এগিয়ে আছেন। তরুণ এবং আরও প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করেছেন।
এদিকে, প্রচারণার সময় রিপাবলিকানরা মামদানির প্রার্থীতাকে আক্রমণ করেছেন, ট্রাম্প তাকে একজন কমিউনিস্ট হিসেবে তুলে ধরেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোন বিকল্প নেই। আপনাকে তাকে ভোট দিতে হবে, এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। কারণ তিনি এতে সক্ষম, মামদানী তা করতে পারবেন না।’
ট্রাম্প আরও বলেন, ‘যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানী নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচনে জয়ী হন, তাহলে আমার প্রিয় প্রথম বাড়িতে ফেডারেল তহবিল, প্রয়োজন অনুসারে খুব কম পরিমাণে ছাড়া, বেশি দেয়াটা আমার জন্য কঠিন হবে।’
এক প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ২০২৬ অর্থবছরে নিউ ইয়র্ক সিটিকে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রদান করছে, যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬ দশমিক ৪ শতাংশ।
তবে মামদানি জয়ী হলে এই সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
উগান্ডায় জন্মগ্রহণকারী মামদানি ২৪ জুন প্রাইমারিতে এক অবিশ্বাস্য জয়ের মাধ্যমে রাজনৈতিক পর্যবেক্ষকদের হতবাক করে দেন।
আরও পড়ুন:নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি জোহরান মামদানির
মামদানি তার প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্কবাসীদেরকে কুওমোর মতো প্রার্থীদের বিরুদ্ধে সমাবেশ করেছেন, কুওমো তিনবার নিউ ইয়র্কের গভর্নর নির্বাচিত হয়েছিলেন কিন্তু ২০২১ সালে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের একটি প্রতিবেদনের পর পদত্যাগ করেন।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·