শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হাবিবুর রহমান দক্ষিণ ঝিরারপাড় গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশুটি চকলেট কেনার জন্য বাড়ির পাশের মুদি দোকানে যায়। এ সময় দোকানদার হাবিবুর রহমান শিশুটিকে একা পেয়ে কৌশলে দোকানের ভেতর নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার নানি খোঁজ নিতে দোকানে যান। এ সময় দোকানের ভেতরে ধস্তাধস্তির শব্দ শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুর রহমানকে আটক করে।
আরও পড়ুন: নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে দোকানদার গ্রেফতার
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
]]>