কিশোরগঞ্জে মৎস্যজীবী দলের সভাপতি হেকিম, সাধারণ সম্পাদক আল আমিন

৪ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের নিকলীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মহরকোনা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।


সম্মেলনে নিকলী সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে আব্দুল হেকিমকে সভাপতি ও মো. আল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


আরও পড়ুন: ফরিদপুরে পিস্তল হাতে মৎস্যজীবী লীগ নেতার ছবি নিয়ে তোলপাড়


উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কায়সার আহম্মেদ পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ডা. কফিল উদ্দিন আহমেদ।


প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রবিউল হক খান শ্যামল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহীদুজ্জামান তারেক, জেলা মত্স্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আহম্মেদ, জহিরুল ইসলাম বিপুল প্রমুখ। সম্মেলন সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ।

]]>
সম্পূর্ণ পড়ুন