শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ভাই।
আরও পড়ুন: হাওরে হাঁসের খামারে দিন বদলের স্বপ্ন কিশোরগঞ্জের খামারিদের
ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুরা সন্ধ্যায় খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে নাজমুল হাসান সানিলকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
]]>
৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·