কিশোরগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১ সপ্তাহে আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে ধনু নদীর আলীরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর সিদ্দিক (১৮) করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামের বাসিন্দা আবু বকরের ছেলে। তিনি বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ধনু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত ওমর সিদ্দিক মৃগী রোগী ছিলেন।


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় ওমর সিদ্দিক। খবর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওমর সিদ্দিকের মরদেহ উদ্ধারের পর করিমগঞ্জ থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়।


আরও পড়ুন: পানিতে ডুবে মৃত্যু সম্পর্কে ইসলাম যা বলে

 

যোগাযোগ করা হলে রাত ৯টার দিকে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুর মোরশেদ বলেন, নিহত ওমর সিদ্দিকের স্বজনরা জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যান। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার আত্মীয়-স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চাইছেন। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম চলমান।

]]>
সম্পূর্ণ পড়ুন