সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের আগে যদি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, তবে আমরা ঢাকায় কঠোর কর্মসূচি, এমনকি অবরোধের মতো আন্দোলনে যেতে বাধ্য হবো।’
বিশেষ অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘নবুওয়তের শেষ প্রহরী হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খতমে নবুওয়তের বিশ্বাস রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। দেশের শান্তি ও ইসলাম রক্ষার স্বার্থে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’
আরও পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা
এ সময় আরও বক্তব্য রাখেন, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী কিফয়াতুল্লাহ আজহারী, মাওলানা এমদাদুল্লাহ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ওমর আহমাদ, মাওলানা আনযার শাহ দানিমসহ প্রমুখ উলামায়ে কেরাম।
গণসমাবেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামা বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। বক্তারা, আসন্ন ১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করার আহ্বান জানান এবং খতমে নবুওয়তের বিশ্বাস রক্ষায় সর্বস্তরের মুসলমানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·