কিছু ব্যক্তির জন্য সরকারের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে: আমির খসরু

৩ সপ্তাহ আগে
সরকারের কিছু ব্যক্তির জন্য তাদের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বাংলাদেশে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।


আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে কি প্রক্রিয়ায় সরকার গঠন হবে, নির্বাচন কিভাবে হবে, কতটা নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার, তাই তারা তত্ত্বাবধায়কের ভূমিকায় কতটা নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবে সেটা জানতে চাওয়া হয়েছে।


কমনওয়েলথ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি: আমির খসরু


এই বিএনপি নেতা বলেন, কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন ও ক্ষমতার ট্রানজিশনটা কতটা গ্রহণযোগ্য হবে, নির্বাচনী ব্যবস্থাটা কতটা স্বচ্ছ থাকবে তা নিয়ে কথা হয়েছে।


তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সবাই যে একমত তাও বলা হয়েছে। সেখানে যেসব দলের নোট অব ডিসেন্ট আছে, যে দল ক্ষমতায় যাবে সে তার মতো করে নোট অব ডিসেন্ট বাস্তবায়ন করবে।


তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কথা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সবগুলো বিষয় কমিশনের অধীনে হতে হবে। সিদ্ধান্ত নেবে তারা।


আমির খসরু জানান, তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের বলেছেন, ১৫/১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই, ত্যাগ শিকারের কথা নেতাকর্মীরা যেনো সেটা মাথায় রাখে৷ 

]]>
সম্পূর্ণ পড়ুন