‘কাশ্মীরিদের ওপর আস্থা আছে, তিক্ত স্মৃতি নিয়ে ফিরব না’

২ সপ্তাহ আগে
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ হামলার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বুধবার (২৩ এপ্রিল) মহারাষ্ট্রের দুই নারী পর্যটক ‘তিক্ত স্মৃতি’ নিয়ে তাদের বাড়ি ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন।

তাদের মধ্যে একজন এনডিটিভিকে বলেছেন, ‘অনেকে আমাদের ফ্লাইট বুক করতে বাধ্য করেছিল এবং (পরে) আবার ফিরে আসতে বলেছে, কারণ যা ঘটেছে তা ভয়াবহ ছিল। কিন্তু আমরা ভীত নই। আমরা পহেলগাম ছেড়ে যাচ্ছি কিন্তু কাশ্মীর ছেড়ে যাচ্ছি না।’

 

আরেক নারী পর্যটক জানান, স্থানীয় বাসিন্দাদের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। 

 

আরও পড়ুন: বন্দুক হামলা /কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু

 

তিনি বলেন, 

এখানকার স্থানীয় বাসিন্দাদের ওপর আমাদের আস্থা আছে। তারা তাদের আচরণ দিয়ে আমাদের আস্থা অর্জন করেছেন। তারা সবসময় আমাদের সাহায্য করেছে।

 

ওই নারী আরও বলেন, ‘আমাদের চালক, যিনি শুরু থেকেই আমাদের সাথে ছিলেন, তিনি হোটেলে নামানোর আগে একবারও আমাদের ধর্ম জিজ্ঞাসা করেননি। (হামলার পর) তিনি তার নিরাপত্তার কথা চিন্তা করেননি বরং আমাদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছেন। আমরা ভ্রমণ অব্যাহত রাখব, কারণ এই জায়গাটি খুবই সুন্দর।’ 

 

আরও পড়ুন: কাশ্মীরে এবার ‘বন্দুকযুদ্ধ’ শুরু

 

এনডিটিভি বলছে, মঙ্গলবার পাহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ মলায় মহারাষ্ট্রের ছয়জনসহ ২৬ জন নিহত হয়েছেন, যা ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর উপত্যকাটিতে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।

]]>
সম্পূর্ণ পড়ুন