কাশ্মীর হামলা: মোদিকে ফোন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

২ সপ্তাহ আগে
কাশ্মীর হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা হয়।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভারতের শোক ভাগ করে নেয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন, দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।’

 

আরও পড়ুন:কাশ্মীর হামলা: ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে!

 

মঙ্গলবার পাহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু। ফোনে মোদি এই বর্বর  হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। 

 

এদিকে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স-এ একটি পোস্টে এসব তথ্য শেয়ার করেছেন।

 

এতে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করেছেন।

 

PM @netanyahu of Israel called PM @narendramodi and strongly condemned the terror attack on Indian soil. He expressed solidarity with the people of India, and the families of the victims. PM Modi shared the barbaric nature of the cross border terrorist attack and reiterated…

— Randhir Jaiswal (@MEAIndia) April 24, 2025

 

মঙ্গলবার অনন্তনাগ জেলার বৈসরান তৃণভূমিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এ ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ও শোক প্রকাশ করা হচ্ছে। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। 

 

আরও পড়ুন:ভারতে বন্ধ হলো পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন