কারান এবং মিচেলকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ রিশাদের

১ সপ্তাহে আগে
পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে গতকাল (১০ মে) দেশে ফিরেছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। বিমানবন্দরে নেমে পাকিস্তানে শেষ কয়েকদিনের অভিজ্ঞতার কথা গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছিলেন লাহোর কালান্দার্সের অলরাউন্ডার রিশাদ হোসেন।

পাকিস্তানে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সতীর্থ ড্যারেল মিচেল এবং টম কারানের ভয়াবহ মানসিক অবস্থার কথা বর্ণনা করেন রিশাদ। বিমানবন্দরে দুই সতীর্থের সম্পর্কে এসময় এমন কিছু তথ্য তিনি দেন, যেটা খুব দ্রুত দেশি-বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় গণমাধ্যম কোনো ধরনের প্রসঙ্গ উল্লেখ ছাড়াই এটি প্রচার করায় খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হয়।  

 

এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির জন্য এবার অনুশোচনা প্রকাশ করেছেন রিশাদ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন টাইগার অলরাউন্ডার। সেখানে কারান এবং মিচেলের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

 

বিবৃতিতে রিশাদ বলেন, 'আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের করা ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মন্তব্যগুলো করা হয়েছে দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাৎকারে। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।'

 

এই বিভ্রান্তির জন্য দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, 'আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। আমি কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি।'  

 

আরও পড়ুন: সাকিবের মতো লিটনকে নিয়েও ভুল ধারণা আছে সবার: কোচ সালাউদ্দিন

 

পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশে ফিরে এসেছেন নাহিদ এবং রিশাদ। এসময় তাদের সঙ্গে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিক। পাকিস্তান থেকে আসার পথে দুবাইয়ের ট্রানজিটে দুই সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন রিশাদ। সেখানে টম কারান এবং ড্যারেল মিচেলকে নিয়ে মন্তব্য করেছিলেন রিশাদ। 

 

কারানকে নিয়ে রিশাদ বলেছিলেন, বিমানবন্দরে গিয়ে বিমানের দেখা না পাওয়ায় বাচ্চাদের মতো কেঁদেছিলেন কারান। আর মিচেলকে নিয়ে তিনি বলেন, পাকিস্তানে আর কখনো না যাওয়ার পণ করেছেন কিউই এই ক্রিকেটার। দুটি মন্তব্য নিয়েই কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন