কারাগারে থাকার কথা, অথচ ভারতে বসে বক্তব্য দিচ্ছেন তিনি: ক্রীড়া উপদেষ্টা

৪ সপ্তাহ আগে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এখন তার কারাগারে থাকার কথা, অথচ ভারতে গিয়ে তিনি বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

 

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘এখন থেকে তিনি (শেখ হাসিনা) যাতে বক্তব্য দিতে না পারেন, সে ব্যাপারে ভারত সরকার পদক্ষেপ নেবে এবং দুদেশের বন্দিবিনিময় চুক্তি অনুসারে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে বলে আশা করছি।’


আরও পড়ুন: সুন্দরভাবে সাকিবের বিদায় নিশ্চিত করতে নিরাপত্তা দেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা


বায়ুদূষণ রোধে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর পরিমাণ বাড়াতে হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যেকোনো রাস্তা খোঁড়াখুঁড়ির ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। একই সঙ্গে না ঢেকে খোলা অবস্থায় কোনো পণ্য নিয়ে ট্রাক চলাচল করতে পারবে না।’


বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে একটি টাস্কফোর্স কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

]]>
সম্পূর্ণ পড়ুন