মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি শুরু থেকেই হার্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিকসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
তিনি আরও জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামি ছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·