তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।
স্বজনরা জানান, গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন আবারো তাকে জেলগেট থেকে গ্রেফতার করা হয় । এ সময় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। রোববার (দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে জেলখানায় আনা হলে আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ কারাগারে
স্বজনদের অভিযোগ, তারিক রিফাতের হৃদ্যন্ত্রে রিং পরানো ছিল। চিকিৎসক তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পুলিশ সেটি করতে না দিয়ে আবারো গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। যে কারনে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ জানান, কারা কর্তৃপক্ষ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন মৃত অবস্থা পাওয়া গেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা মামলার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে রাজউকের সাবেক সদস্য খুরশিদ
এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। এর আগে তাকে গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·