কারা হেফাজতে বিনা চিকিৎসায় ইমামের মৃত্যুর অভিযোগ, সারাদেশ অবরোধের ডাক

৩ সপ্তাহ আগে
গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এবার সারাদেশে অবরোধের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

রোববার (৪ মে) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লং মার্চ টু গাজীপুর কর্মসূচি শেষে এ কথা জানান আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরী, গাজীপুর জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদেরীসহ অন্যান্য নেতারা।

 

বক্তারা বলেন, ‘ মব তৈরি করে অমানবিক নির্যাতন চালিয়ে রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। আবার অপরাধীদের পক্ষে একদল পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করছে। যা অপরাধকে প্রশ্রয় দেয়ার শামিল।’

 

আরও পড়ুন: গাজীপুরে ২ সন্তানকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার মা

 

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, ' রইস উদ্দিনের মৃত্যুর দায় আইনশৃঙ্খলা বাহিনীও এড়াতে পারে না। তাই সংশ্লিষ্ট পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনার সময় দায়িত্বে থাকা সবাইকে বরখাস্ত করতে হবে।’

 

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আগামীকাল সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে। তারপরও যদি অপরাধীদের গ্রেফতার না করা হয় তবে আরও বৃহত্তর কর্মসূচির ডাক আসতে পারে।’

 

এর আগে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণধোলাই দেন এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওইদিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠালে মধ্যরাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

 

আরও পড়ুন: গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা

 

মৃত রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। রহিজ হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

]]>
সম্পূর্ণ পড়ুন