মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১টার তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, ওই যুবক কামরাঙ্গীরচর থানার পাশে হুজুরপাড়া এলাকায় থাকতেন। ময়লা অপসারণের কাজ করতেন তিনি। তিনি বাবা-মা পরিত্যক্ত। দুপুরে স্থানীয়রা ব্যাটারিঘাট এলাকার ময়লা অপসারণ কেন্দ্রে ময়লার উপরে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলেও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।