কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় নিহত ৯

৩ সপ্তাহ আগে
কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসবের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ভ্যাঙ্কুভারে লাপু লাপু নামে ফিলিপিনোদের একটি উৎসব চলছিল। এর উদযাপনে রাস্তায় নেমে আসেন শত শত ফিলিপিনো। ওই উৎসব চলাকালে শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে ভিড়ের মধ্যে দ্রুত বেগে গাড়ি উঠিয়ে দেয় এক যুবক।

 

রোববার (২৭ এপ্রিল) পুলিশ আরও জানায়, এ ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। শুধু বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে।

 

আরও পড়ুন: কানাডায় ছুরি হামলায় ভারতীয় নাগরিক নিহত

 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এটা ‘সন্ত্রাসী হামলার ঘটনা’ নয় বলে তাদের বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, তারা হঠাৎ একটি গাড়ির ইঞ্জিনের প্রচণ্ড শব্দ শুনতে পান এবং তারপর দেখতে পান একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে যাচ্ছে।

 

একজন বলছিলেন, ‘আমরা রাস্তায় লোকজনকে চিৎকার করতে দেখেছি। কেউ কেউ দৌড়াচ্ছিল আর চিৎকার করছিল। এমনকি চিৎকার করে সাহায্য চাইছিল।’

 

কানাডায় চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ভোটের মাত্র দুই দিন আগে এই ঘটনায় রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন